Thursday, November 13News That Matters

সাংবাদিক পরিচয়ে সিএনজি স্ট্যান্ডে চাঁদা দাবি, গ্রেফতার যুবক

ঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নবীনগর পৌর এলাকার জমিদার বাড়ির বালুচর মাঠের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটর সাইকেলগুলোর মধ্যে ভারতীয় ও জাপানি ব্যান্ডের বাইক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নবীনগর পৌর এলাকার জমিদার বাড়ির বালুর মাঠের পাশে আরফাতুল ইসলামের মালিকানাধীন গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর আগে পুলিশ অভিযানের খবরে চোরেরা সটকে পড়েন।

আরও পড়ুন: গাজীপুরে চুরি-ছিনতাই করা ১০১ ফোন উদ্ধার, আটক ১

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে একাধিক মোটর সাইকেল চোরচক্র এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিলে। এ ব্যাপারে পুলিশের কাছে স্পষ্ট তথ্য ছিল। এর মধ্যে আরফাতুল ইসলাম ছিল চোর চক্রের অন্যতম হোতা। তার বাড়ি নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে। অভিযান পরিচালনা করার সময় সে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনা মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *