আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বলছে, গেল চারদিনে দেশটিতে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অস্ত্রধারীরা ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে, গত চার দিনে দুই পক্ষের সংঘর্ষে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তার মধ্যে প্রায় ৯০০ জনই বেসামরিক নাগরিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে। বুস্তান আল-বাশা গ্রামে আমার চাচি থাকেন। তার সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে।’
নিজেদের সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠী হায়াত আল-শামের (এইচটিএস) যোদ্ধা দাবি করা এসব অস্ত্রধারী ওই প্রত্যক্ষদর্শীর বাসায়ও তল্লাশি করেন। তাদের মহল্লা থেকে সাকল্যে ২০টি গাড়ি নিয়ে যান।
