Wednesday, October 15News That Matters

কলকাতাকে শিরোপা জিতিয়েও সম্মান পাইনি: আইয়ার

র্বশেষ দুই বছর বেশ কঠিন ছিল শ্রেয়াস আইয়ারের জন্য। ইনজুরির কারণে লম্বা সময় খেলার বাইরে থাকার পর বাদ পড়েন জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও। তবে শ্রেয়াস বিচলিত হননি। ইনজুরি কাটিয়ে আইপিএলে ফিরে শিরোপা জেতার পাশাপাশি ওয়ানডে দলেও স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। গত বছর দলকে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন, আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও দেখালেন ফর্মের সেই দাপট।

 

গত আইপিএলে কলকাতাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন আইয়ার। ১৫ ম্যাচে ১৪৬.৮৬ গড়ে করেছেন ৩৫১ রান। এছাড়া মাঠে তার নেতৃত্বও ছিল প্রশংসা কুড়োনোর মতো। তবে এত বড় অবদান রাখার পরেও শ্রেয়াসকে এবারের আসরের জন্য ধরে রাখেনি কলকাতা। শুধু তাই নয়, মেগা নিলামেও এই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
 
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন শ্রেয়াস। এই ক্রিকেটারের মতে, শিরোপা জিতিয়েও কলকাতার কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি।
 
শিরোপা জেতানোর পরেও কলকাতা আগ্রহ না দেখানোতে হতাশ হয়েছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হতাশা ছিল না, কারণ আইপিএল খেলছিলাম। প্রধান লক্ষ্য ছিল আইপিএল জেতা, সৌভাগ্যক্রমে সেটা জিততে পেরেছিলাম। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, আইপিএল জয়ের পর যে স্বীকৃতি চেয়েছিলাম তা পাইনি। তবে দিন শেষে, নিজের ওপর সৎ থাকলে এবং কেউ না দেখলেও সঠিক কাজ করে যাওয়া যায়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি সেটাই করে চলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *