Wednesday, October 15News That Matters

রোজা রেখে খেলছেন ইয়ামাল, বিশেষ যত্ন বার্সার

বেনফিকা ম্যাচের আগে একটা ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের অনুশীলনে যখন চলছে পানি পানের বিরতি, তখন মাঠের অন্য পাশে সতীর্থদের কাছ থেকে দূরে দলটার তারকা ফুটবলার লামিন ইয়ামাল।

 

কারণটা পবিত্র মাহে রমজান। যার কারণে, রোজা রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ইয়ামাল। বয়স ১৭ হলেও ধর্মচর্চায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ এই ফুটবলার। এমনকি ইউরোপিয়ান ফুটবলের শীর্ষস্থানীয় টুর্নামেন্টেও খেলেন রোজা রেখেই।
 
বাবা মরোক্কান, মায়ের জন্মস্থান গিনিতে। দুজনই মুসলিম। জন্মসূত্রে তাই ইয়ামালও মুসলিম। তবে তবে তার জীবনে সবচেয়ে বেশি প্রভাবটা সম্ভবত দাদি ফাতিমার। দাদির সঙ্গে তার ঘনিষ্ঠতার গল্প অনেকেরই জানা। তবে এবারের রমজানের শুরুতে তাকে কাছে পাচ্ছেন না ইয়ামাল। স্প্যানিশ গণমাধ্যমের খবর, পবিত্র উমরাহ পালনে তার দাদি এখন মক্কায় অবস্থান করছেন।
 
 
দাদি দূরে থাকলেও রোজা রাখছেন ইয়ামাল। এই মৌসুমে লা মাসিয়ার একাডেমি ছেড়ে নিজের বাসা নিয়েছেন তিনি। ইফতারের সময় ক্লাব থেকে ছুটি পান এই ফুটবলার। কাতালানে আঙ্কেল আব্দুলের বাসায় পরিবারের সঙ্গে সারেন ইফতার।
 
শুধু তাই নয়, রমজান মাসে ইয়ামালের আলাদা যত্নও নিচ্ছে বার্সেলোনা। রোজার কারণে ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে তার সেহেরি ও ইফতারের খাদ্যতালিকা তৈরি করা আছে। বাড়তি ধকল যাতে না পড়ে তাই তার প্লেয়িং টাইম নিয়েও ভাবনা আছে কাতালান ক্লাবটার।
 
বার্সেলোনার জন্য এমন অভিজ্ঞতা নতুন নয়। এর আগে দেম্বেলে-ফাতিদের মতো মুসলিম ফুটবলারদেরও সামলেছে ক্লাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *