বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় ও চাহিদা কমায় কমছে মুরগির দাম। এমন পরিস্থিতি থাকলে রমজানে দাম আর বাড়বে না।
বাজারে কমতির দিকে মাছের দামও। বিক্রেতারা বলছেন, চাহিদা তেমন না থাকায় রমজানে কমে গেছে বেচাবিক্রি। এতে প্রায় সব ধরনের মাছে দাম কমেছে অন্তত ৫০-১০০ টাকা।
তবে মাছ-মাংসের স্বস্তি ম্লান হয়েছে সবজির বাজারে। ঢ্যাঁড়স, করলা, সজনে ও পটল বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। বিক্রেতাদের দাবি, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় দাম বেশি। এছাড়া মানভেদে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ১৬-২৪ টাকায়। আর শসা ৩০-৬০ টাকা ও বেগুন বিক্রি হচ্ছে ৪০-১২০ টাকা কেজিতে।