সময়ের আলোচিত আজকের সাত খবর
খাজা আবুল হাসনাত বলেন, ‘তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম টোটন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেকের বিরুদ্ধে একই ইউনিয়ানের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিককে হত্যার সাথে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তিনজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্ত করে দেখা যায়, তার গঠনতন্ত্র ও আদর্শের পরিপন্থি কার্যকালাপে লিপ্ত রয়েছেন। এতে দলীয় শৃঙ্খলা বিঘ্নিত ও দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। গঠনতন্ত্রের আলোকে ও দলের স্বার্থ রক্ষার্থে জেলা বিএনপির সিদ্ধান্তে পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওরা তিনজন এক নেতাকে মার্ডার করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আছে কোনো অনৈতিক কাজ, চাঁদাবাজি করলে দলে রাখা যাবে না। রফিক হত্যার ন্যায়বিচার চাই আমরা। তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করবে দল। মূল তিন ক্রিমিনালের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। প্রথম থেকে ব্যবস্থা নিলে এমন ঘটনা ঘটত না।’